রাজিবপুর-রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি>>> কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় চর রাজিবপুর আলিম মাদ্রাসার সুপার মাওলানা সাখাওয়াত হোসাইনে পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী।আজ ২৭ আগষ্ট মঙ্গলবার রাজিবপুর উপজেলা পরিষদের সামনে চর রাজিবপুর আলিম মাদ্রাসার সুপার মাওলানা সাখাওয়াত হোসাইনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদের হাতে স্মারকলিপি প্রধান শেষে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান মুস্তাক।তিনি বলেন মাওলানা সাখাওয়াত হোসাইন একজন চরিত্রহীন লম্পট মেয়ে নিয়ে ধরা পড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। মাদ্রাসায় চাকরির পাশাপাশি বিবাহ রেজিষ্ট্রেশন করেন যা চাকরি নিয়মের পন্থী কাজ।মাদ্রাসা একাউন্ট থেকে ২ লক্ষাধিক টাকা নয়ছয়সহ নানা অভিযোগ তুলে সুপার পদ থেকে পদত্যাগের দাবি করেন।জানতে চাইলে রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ বলেন স্মারকলিপি পেয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করা হবে।এসময় উপস্থিত ছিলেন চর রাজিবপুর সংগ্রাম কমিটির সভাপতি রুবেল হোসেন,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুস্তাক,সাবেক ইউ পি সদস্য সুরমান আলী,শফি আলম,সোহেল রানা,ছাত্রনেতা পলাশ প্রমুখ

