রাজীবপুর ( কুড়িগ্রাম) প্রতিনিধি>>> কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে।প্রতিষ্টা বার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজীবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোঃ মোজাম্মেল হক।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজীবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ, মাহবুবুর রশীদ মন্ডল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজীবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আব্দুল হাই সরকার।বক্তৃতা করেন,উপজেলা যুবদলের আহ্বায়ক,রোস্তম মাহমুদ,কৃষক দলের সাধারণ সম্পাদক,আবু সাঈদ কাশেম,জাসাস এর সভাপতি,মাহে আলম,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, মোখলেছুর রহমান,সদস্য সচিব,নাজমুল হাসান,ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক,পলাশ মাহমুদ। সঞ্চালনা করেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মোস্তফা কামাল বিএসসি প্রমুখ।এ দিকে একইভাবে রৌমারী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছেসেবক দলের ৪৪ তম প্রতিষ্টা বার্ষিকী পালন করে রৌমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আরও অনেকে।আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং হত্যার দ্রুত বিচার এর দাবি জানানো হয়।

