সিলেট বুর্যো>>> হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের সাহেব নগর গ্রামে পারিবারিক বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।বৃহস্পতিবার সকাল অনুমান ৮’৩০ ঘটিকায় সময় সাহেব নগর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে আছাব উদ্দিনের সাথে একই গ্রামের মৃত হায়দার আলী খাদেমের ছেলে কামরুজ্জামানের বিরোধ ও কথা কাটাকাটির জেরে পার্শ্ববর্তী কমল পুর গ্রামের আব্দুল মজিদের ভাই ভাতিজা সহ অন্যান্যরা তাদের ভগ্নিপতির বসত বাড়ি (কামরুজ্জামানের বাড়ি)এসে কামরুজ্জামানের লোকদের উপর আক্রমণ করে।এতে করে হাফিজুর রহমান টুটুলের স্ত্রী মারাত্মক ভাবে আহত হয়।পরবর্তীতে অন্যান্যরা আহত জেসমিন আক্তার কে নিকটস্থ মাধবপুর উপজেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।কর্তব্য রত চিকিৎসক ভিকটিম কে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণ বাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করে।মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান রোগীর মাথায় বড় ধরনের আঘাত রয়েছে, তাছাড়া রোগী বমি করতেছে যা আশংকাজনক। তাই আমরা রক্ত বন্ধ করে জরুরি ভাবে ব্রাহ্মণ বাড়িয়া সদর হাসপাতালে রেফার করছি।জানতে চাইলে অভিযুক্ত আব্দুল মজিদ প্রতিবেদককে বলেন,আমি একজন কলেজের প্রভাষক, কলেজেই ছিলাম আমার মায়ের হাতে আঘাতের খবর পেয়ে বাড়িতে আসি।মায়ের হাতের আঘাত দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি।তবে এলাকাবাসীর মতে উনার মা কয়েকমাস আগে আছাড় খেয়ে হাত ভাংগেন।উনার কাছে উনার মায়ের হাতের আঘাত পুরনো এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আজকে আবার আঘাত পাইছে।এ ব্যাপারে জানতে চাইলে স্হানীয় জনপ্রতিনিধি আব্দুর রউফ বলেন,এ বিষয়টি জেনেই আমি সরেজমিনে দেখে আসলাম,পারিবারিক ঝামেলা আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে নিয়ে ফয়সালা করব।জানতে চাইলে চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন,এটা জায়গা সম্পত্তির ঝামেলা আমি উভয় পক্ষকে ডেকে সমাধান করার উদ্যোগ নিয়েছি।তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোন মামলা হয়নি তবে ভিকটিম মামলার প্রস্তুতি নিচ্ছে বলে প্রতিবেদককে জানায়।