
আনোয়ার হোসেন -কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>>> নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে গণতন্ত্রের মা আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন ভাবগাম্ভীর্য পরিবেশে পালন করা হয়েছে।এ উপলক্ষ্যে শুক্রবার বাদ আছর রেজিস্ট্রি অফিস জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এ সময় খালেদা জিয়ার আশু রোগমুক্তি,দীর্ঘায়ু ও সুস্থতাসহ ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।এতে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন,সাধারণ সম্পাদক একে এম তাজুল ইসলাম ডালিম,যুবদলের আহবায়ক মাহমুদুল হক টিপু,ছাত্র দলের ভারপ্রাপ্ত আহবায়ক জোবায়েদ ইবনে রুবেল,সদস্য সচিব সোহেল রানা প্রামানিক রাসেলসহ দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকে প্রমুখ।উল্লেখ্য,বিএনপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী,১৫ আগষ্ট জন্মদিন পালনের পরিবর্তে ১৬আগস্ট শুক্রবার পালন করা হয়।