আনোয়ারুল আজিমঃ (নোয়াখালী) চাটখিল প্রতিনিধি>>> নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে পূর্বের শত্রুতা ও পারিবারিক কলহের জের ধরে বসত ঘরে হামলা শিকার মোঃ কামরুল হাসান (২৬)পিতা মোঃ এমরান হোসেন,মাতা মুন্নি আক্তার,গ্রাম মোহাম্মদপুর নগর পাড়া চুনি পাটোয়ারী বাড়ি।উপজেলা চাটখিল, জেলা নোয়াখালী,মোহাম্মদপুর নগর পাড়া গত ৯ আগস্ট রোজ শুক্রবার ঘটনাটি ঘটে।ভুক্তভোগী সংবাদ সম্মেলনে বলেন জুমার নামাজ আদায় করতে আমি আমার বাবা সহ মসজিদে যাই,নামাজ আদায় করার পর মসজিদে কিছু কথা বলার পর আমাদের প্রতিবেশী পূর্বের শত্রুতার জের ধরে আমার এবং আমার বাবার উপরে হামলা করে,এক পর্যায়ে মসজিদ থেকে কোন রকমে আমি এবং আমার বাবা আমাদের বসত ঘরে আসলে তারা সন্ত্রাসী বাহিনী আমাদের বসত ঘরে হামলা করে, এবং আমাদের বসত ঘরের অনেক মালামাল স্বর্ণ অলংকার নগদ ২ লক্ষ টাকা অস্ত্র ঠেকিয়ে লুটপাট করে।আমার প্রতিবেশী মোহাম্মদ করিম হোসেন ( ৩৫) সরকারি চাকরিজীবী পিতা মোঃ আব্দুস সোবহান,মাহফুজুর(৪০) রহমান পিতা আব্দুস সোবহান মোঃ মহসিন(৪৫) পিতা মোঃ আব্দুস সোবহান,মোহাম্মদ মারুফ (২০) পিতা মোঃ মহসিন,মোঃ শাকিল (৩০)পিতা মৃত আব্দুল খালেক,মোহাম্মদ আব্দুল হাকিম পিতা মৃত আব্দুল খালেক,মোঃ মজিবুর রহমান (৫০) পিতা মৃত মোহাম্মদ শামা,মোহাম্মদ সাগর (২৩) পিতা মজিবুর রহমান প্রমুখ অজ্ঞাত।মোহাম্মদপুর নগর পাড়া চুনি পাটোয়ারী বাড়ি উপজেলা চাটখিল জেলা নোয়াখালী বর্তমানে তারা প্রতিনিয়ত আমাকে এবং আমার পরিবারকে প্রাণনাশের হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে,আমরা তাদের ভয়ে বাড়িতে যেতে পারছি না ।তাই আমি উক্ত ঘটনার সঠিক বিচার চাই সবার কাছে।আমি এবং আমার পরিবার,দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আমার নিরাপত্তা চাই