
মোঃদেলোয়ার হোসেন সিদ্দিকী মহানগর রংপুর>>>
অতীতের দিনগুলো মনে পড়ে
বাস্তবতার বেখেয়ালে যাচ্ছে চলে
অমানবিক নিষ্ঠুরতা আচরণ করে
শাষণে শাসক শ্রেণি খাচ্ছে গিলে।
জাগ্রত হও সকল মতের মানুষ
হুশিয়ার হয়ে সত্য বলো মুখে
অমানুষের মুখোশ খুলতে হবে
বিবেক জাগিয়ে সাহস রাখো বুকে।
আর কতদিন এভাবে ঘুমাবে বলো
সময় যাবে সন্ধা হবে দিন ফুরাবে
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াতে
ইচ্ছে শক্তি ধৈর্য নিয়ে চলতে হবে।
সময় আছে নিজের স্বার্থ ত্যাগ করি
সত্য বলি ন্যায়ের জন্য করবো লড়াই
সবাই মিলে দিন শেষে বিজয়ে হাঁসি
আওয়াজ তুলি অন্যায়কে ঘৃণা করি