
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার নির্বাচনী প্রচারের সময় তাঁর শরীরে করোনা শনাক্ত হয়। এবিসি নিউজের বরাতে এই তথ্য জানা গেছে।
বুধবার নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন প্রেসিডেন্ট বাইডেন। সেখানেই করোনা শনাক্ত হওয়ার পর তিনি এয়ার ফোর্স ওয়ানে করে ডেলাওয়্যারে রওনা দেন। উড়োজাহাজে ওঠার আগে তিনি সাংবাদিকদের বলেন, “আমি ভালো বোধ করছি।”
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন মৃদু উপসর্গে ভুগছেন এবং তিনি টিকা নিয়েছেন। ডেলাওয়্যারের নিজ বাসায় তিনি সঙ্গনিরোধে থাকবেন। তবে সঙ্গনিরোধে থাকা সত্ত্বেও তিনি সব দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।
হোয়াইট হাউস আরও বলেছে, প্রেসিডেন্ট বাইডেনের শারীরিক অবস্থা সম্পর্কে নিয়মিত আপডেট দেওয়া হবে।
অনলাইন সূত্র