মোঃ কামাল হোসেন
টাকাই আপন টাকাই সম্মান
টাকাই মহান বন্ধু,
টাকা ছাড়া প্রতিটা ক্ষন
যেনো বিষাদ সিন্ধু।
ঘুণে ধরা পৃথিবীতে
টাকা আছে যার,
আত্মীয় স্বজন বন্ধু বান্ধব
সবাই আছে তার।
স্বার্থ নাই বন্ধু নাই
স্বার্থই বড় বন্ধু,
স্বার্থ পুরালো সবই শেষ
মনে রাখবেনা এক বিন্দু।
বন্ধু নামের যারা ছিল
সবাই স্বার্থপর,
টাকারে সবাই করে প্রণাম
যতো পারিস টাকা ধর।
টাকারে টাকা হায়রে টাকা
টাকার বন্ধু টাকা,
কেউ হবেনা আপন তোমার
থাকলে পকেট ফাঁকা।

