
আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>>> নীলফামারীর কিশোরগঞ্জের প্রধান সড়ক হতে বাহাগিলী ইউপির উত্তর দুরাকুটি গ্রামের ময়দানেরপাড় পর্যন্ত ১ কিমি.সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসুচী করেছে ভুক্তভোগী এলাকাবাসী।গতকাল বুধবার দুপুরে ওই এলাকাবাসীর আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ধাইজান নদীর ব্রিজ মোড়ে ৩ ঘন্টা ব্যাপি বিক্ষোভ ও অবস্থান কর্মসুচী হয়।এতে বক্তব্য দেন,বাগাগিলী ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন,ইউপি সদস্য খাদেমুল ইসলাম বাবুল,স্বপন রানা ও ছাত্রলীগ নেতা সামসুজ্জামান জামান,শাহজাহান মিয়া।এ সময় বক্তারা বলেন,একাধিকবার প্রকৌশল অফিসে ধরনা দিয়েছি।বাধ্য হয়ে আজ রাস্তায় নেমেছি।এলজিইডি’র খামখেয়ালিপনা ও ঠিকাদারের গড়িমসিতে ৫ বছরেও শেষ হয়নি ওই ১কিমি.সড়ক সংস্কার কাজ।বাহাগিলী ইউপির যাতায়াতের একমাত্র সড়কে কাদা ও অসংখ্য খানা-খন্দকে সীমাহীন দুর্ভোগের সৃষ্টি হয়েছে।এতে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দূর্ঘনা।দ্রুত সড়কটি সংস্কার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।উল্লেখ্য,২০১৯ সালে সড়কটি সংস্কারে টেন্ডার হয়।৯২ লাখ ৮৩ হাজার টাকা চুক্তিমূল্যে কাজটি পায় নীলফামারীর শাহ আনোয়ার নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।ওই প্রতিষ্ঠান কার্পেটিং তুলে কাজ বন্ধ রাখায় পথচারীদের ভোগান্তি শুরু হয়।ঠিকাদার শাহ্ আনোয়ারের মুঠো ফোন বন্ধ থাকায় এ ব্যাপারে কোন মন্তব্য পাওয়া যায়নি।নীলফামারী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসান জানান,ঠিকাদারের কার্যাদেশ বাতিলের প্রক্রিয়া চলছে।