
কলমে মুন্নি আক্তার >>>
বদলে গেছে দিনকাল
বদলে গেছো তুমি
বেলা শেষে কেউ কারো নয়
এইতো নিয়তি।
বিরহের যন্ত্রণা বড্ড কঠিন
ভুক্তভোগী সবে
হৃদয় ভাঙ্গার বেদনা
সবাই কি তা বুঝে?
কল্পনাতেই আছো তুমি
বাস্তবে কই?
হায়রে জীবন
হায়রে মোহ মায়া
সবই রেখে যেতে হবে
সবই ক্ষণিকের মায়া।