মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী মহানগর,রংপুর
তারিখঃ ০৫ জুলাই ২০২৪ খ্রিঃ
মনের টানে ভালোবাসা
প্রাণের স্পন্দনে সুখ
দিও না বন্ধু কখনো দুঃখ
বন্ধু আমার আলোর বাতি।
ধরায় এখন নাহি
প্রেমে আজি মিথ্যে মায়া
আসল প্রেমটা চাহি
ধরা তুমি দিবে তা জানি।
ভালোবাসায় মিথ্যে আশা
ধান্দা নিয়ে কেন চলা
প্রেমিকারে মন ভোলানো
কিসের জন্য মিথ্যে স্বপ্ন বলা।
কেনোই বা এসব চলবে
মিথ্যে মজার গল্প খেলা
ভেবে দেখো যাচ্ছে সময়
যাচ্ছে কেটে জীবন যুদ্ধে বেলা।
প্রেমটা যদি করতেই হয়
বন্ধুর সঙ্গে করো
মিথ্যে মায়া ভুলে গিয়ে
বন্ধুর মায়ায় পড়ো।
নিঃশ্বাসে অটুট রেখে চলি
বন্ধুত্বের সম্মান মর্যাদা শ্রদ্ধা
সততা বিশ্বাসে হোক সম্পর্ক
বন্ধুত্বের ভালোবাসা।

