মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী
ফজরের আযান দিলে মুমিন
ঘুমাও কাঁথা মুড়ি দিয়ে,
শয়তান এসে হেসে বলে যেন
আরাম করে ঘুমা শুয়ে।
সালাত আদায় করতে দিলনা
বানালো তেমায় বোকা,
খোলার পায়ে সিজদাহ্ দিতে
দিলো তেমায় ধোঁকা।
যোহরের আযান দিলে সর্বদা
শয়তান যে থাকে পিছু,
সালাত আদায়ে দেয় যে বাঁধা
অন্য কাজ করো কিছু।
মনটা বললো ফজর যোহর
আসরের সাথে পড়বো,
কাযা নামায আদায় শেষে’ই
পরের সালাতে যাবো।
শয়তান এসে নানান ধরনের
এনে দেয় কর্মের ভাজ,
টাকা দরকারে শয়তান বলে
এটা আমার সদা কাজ,
মাগরিব আসলে যে বের হয়
নানান খুব অজুহাত,
শয়তান চারিদিকে ঘুরে বলে
ধরো আমার এ হাত।
এশা সময় মন বলে অদ্যদিন
কাজে শরীরের ব্যাথা,
পাঁচ ওয়াক্ত সালাতের কথায়
ভাববো কালকে সদা।

