মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী মহানগর,রংপুর
কিছু কথা মুহূর্তে পরিবর্তন হয়
কিছু কথা মুহূর্তে হৃদয়ে ব্যথা দেয়
কিছু কথা মুহূর্তে সুখ ছড়ায় প্রাণে
কিছু কথা মুহূর্তে রঙিন করে তোলে।
কিছু কথা মুহূর্তে বড়ো স্বপ্ন দেখায়
কিছু কথা মুহূর্তে ছোট স্বপ্ন ভেঙে দেয়
কিছু কথা মুহূর্তে অসুখে আক্রান্ত করে
কিছু কথা মুহূর্তে জীবনকে সুস্থ্য রাখে।
কিছু কথা মুহূর্তে নতুন করে বাঁচায়
কিছু কথা মুহূর্তে জীবনকে কাঁদায়
কিছু কথা মুহূর্তে সম্পর্ক নষ্ট করে
কিছু কথা মুহূর্তে সম্পর্কে জড়িয়ে।
কিছু কথা মুহূর্তে প্রত্যাশা ছড়ায়
কিছু কথা মুহূর্তে ত্যাগী হতে শেখায়
কিছু কথা মুহূর্তে হৃদয়ে ফুল ফোটায়
কিছু কথা মুহূর্তে সম্পর্কে দুর্ঘটনা ঘটায়।
কিছু কথা মুহূর্তে বর্ষা আনে দুটি চোঁখে
কিছু কথা মুহূর্তে আঘাত হানে বুকে
কিছু কথা মুহূর্তে বলে তুমি নও কেউ
কিছু কথা মুহূর্তে ছন্দে মনে তোলে ঢেউ।
কিছু কথা মুহূর্তে ছাড়েনা না যে পিছু
কিছু কথা মুহূর্তে শুধু করে অবহেলা
কিছু কথা মুহূর্তে অভিশাপ দিয়ে খেলে
কিছু কথা মুহূর্তে সম্পর্ক ভাঙ্গার খেলা।

