” মুকুল রাজ “
জীবন বড় দুর্বিপাক
অভিঘাতে হৃদয়ে দগ্ধকরণে জ্বলে,
আত্মনুসন্ধানে আত্মদৃষ্টি দিয়ে আভা ছড়াতে গিয়ে- আজ নিজেই একাকিত্বে আমাবস্যা দেখি।
পুলক জাগাতে গিয়েও নিজেই অভিশপ্ত হয়েছি!
লালিত্য খুঁজতে গিয়ে ইন্দ্রজালে আটকা পড়ে
অঙ্গগ্লানির বেদনে নিজেকে কতবার খুঁজেছি!
আর্তনাতে আক্ষেপে নিজেকে কতবার নিধন করেছি
নিরালোকে কতবার যে ঝরেছে অশ্রুবারি !
অপূর্ণতায়,মোহতার আঁখিপাতে পারিনি যেতে ছাড়ি!
তবু নেই আক্ষেপ এ জীবন কাটুক নিরবতায়,
বিধুর প্রণয়ে না হয় আসুক পরাজয়!
স্পর্শহীনতায় রিক্ততায় আমার এ অধিবাস,
দেখি দাহনে দূরদৃষ্টে,
নিস্তব্ধতায় কতকাল কাটে এ শ্বাস!
তবুও বলব ভালো থাকুক তারা,
ভালো থাকুক বসুন্ধরা,
যেদিন হৃদয় ভরা সুখ হব চাঁদ হব ,
সেদিন না হয় দিব ধরা।

