আব্দুল্লাহ্ আল মারুফ
দিনের মায়ায় রাত কাটিলো
উজ্বালা পূবের রবি,
ফুল বাগিচায় ফুলের বাহার
রঙ্গিন ধরণী ছবি।
প্রভাত প্রহর স্নিগ্ধ হাওয়ায়
শীতলতায় ভরা,
পত্রী দলের কিচির মিচির
আনন্দময় ছড়া।
সবুজ ঘাসের শিশির বিন্দু
চরণ ছুয়ে লয়,
দ্বী প্রহরে রবির কিরণ
অঙ্গে নাহি সয়।
গোধুলী লগণে গগণ সাজে
বিদায় প্রহর হয়ে,
দিব্য আলোক রাতের টানে
আধারে পরে শুয়ে।
আলো আঁধার প্রহর গুনে
আপন শক্তি নিতে,
জন্মিলে প্রাণ ছোটে ধরায়
মরন দিদার পেতে।।

