কলমে:-নাজিম উদ্দিন
ছেলে যখন বাবা হয়
বোঝে বাবার কষ্ট,
সেই ছেলেরা বোঝেনা
যারা হয় নষ্ট।
বাবারা বহু কষ্ট করে
যোগায় সবার অন্য,
সংসারের সাবাই খেয়ে
বাবাকে করে ধন্য।
ছেলেমেয়েরা বড় হয়ে
নিজেদের নিয়ে ব্যস্ত,
সংসারের বোঝা টানে
গাধা যেন আস্ত।
ছেলে যখন বাবা হবে
সংসার হবে তার,
হারে হারে বুঝবে তারা
সংসারের কি ভার।

