কলমে নাজিম উদ্দিন
বাবারা এমনই হয়
বট গাছের মত
নিজে জ্বলে পুড়ে –
অন্যকে ছায়া দেয় ।
বাবারা এমনই হয়
নিজের সখ আহলাদ গলা টিপে
পরিবারের সদস্যদের আনন্দ দেয় ।
বাবারা এমনই হয়
নিজের ভবিষ্যতের কথা না ভেবে
সন্তানের ভবিষ্যত ভাবে সব সময়।
বাবারা এমনই হয়
নিজে ছেড়া জামা পড়ে
সন্তানদের নতুন জামা পড়ায় ।
বাবারা এমনই হয়
সন্তানদের কাছে হেরে গিয়েও
নিজে আনন্দ পায় ।
বাবারা এমনই হয়
নিজে অভুক্ত থেকে
সন্তানদের তৃপ্তি করে খাওয়ায় ।
বাবার এমনই হয়
নিজে যত কষ্টেই থাকুক
সন্তানেরা ভালো থাকলে আনন্দ পায়।

