মোঃ কামাল হোসেন
নিরানন্দ জীবনে কিছুটা
স্বস্তির অনুভূতি,
উদ্বেলিত মোর মন
কী সুন্দর বসুমতী।
আমার ভিতরে আমি
তবে নির্জনে,
একাকী মানব শুন্য
গহীন অরণ্যে।
বনফুলে নাই মৌমাছির আড্ডা
শুনা যায়না ঝিঁঝিপোকার গুঞ্জন,
কোন শিয়াল হরিণীর ডাক
চাঁদনি রাত নিরব গগন।
নিজের ভিতর নিজে
তবু তারে পাওনা খুঁজে,
পাইলে তার দর্শন
দেখবি নিরঞ্জন।
জ্বলছে জীবন প্রদীপ
নিজেকে করছি স্মরণ,
একদিন নিভে যাবে প্রদীপ
আসবে যখন মরণ।

