মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী
অর্থের লোভে সত্য হারিয়ে
মিথ্যায় করছো জয়,
আজ ঠকিয়ে কালকে তুমি
ভাবো যাবে কোথায়?
সত্য হোক নাই মিথ্যা হোক
সঠিক পথে থাকো,
বিনা দোষে দোষী না করে
সত্য মিথ্যায় দেখো।
অর্থ লোভে পড়ে ভুলে য়াও
অর্থের ভরা সাগরে,
এক নিমিষেই হারিয়ে যাও
বাড়ি গাড়ির যে তরে।
দেখোনা তুমি তোমার জন্য
কতো মানুষে ই কাঁদে,
ন্যায্য বিচার না পেয়ে যেন
দুঃখের ঐ নীড় বাঁধে।
তোমার জন্য হাসতে পারে
মরতে পারে সেথায়,
সত্যের পথে এগিয়ে যেতে
রাখো সবার কথায়।
অর্থ নাহ্ দেখে তুমি আজ
সত্যেকে সামনে দেখ?
সত্যে”ই নিয়ে এগিয়ে যাও
সৎ পথে তুমি থাকো।

