নাজিম উদ্দিন।
দ্রব্যমূল্য ঊর্ধ্ব গতি
বাঁচি কি করে,
হাটবাজারে গেলে পরে
মাথা শুধু ঘোরে।
কুড়ি টাকা যার মূল্য
ত্রিশ টাকা চায়,
ত্রিশ টাকায় নিয়ে যায়
টাকা কোথায় পায়।
ঘুষ খায় সুদ খায়
টাকার অভাব নাই,
মধ্যবিত্ত নিম্ন বিত্ত
করি হায় হায়।
মাছ-মাংস স্বপ্ন মোদের
কিনতে পারিনা,
অসৎ লোকের জন্য
কি আমরা বাঁচবো না।
সিন্ডিকেট কাকে বলে
আমরা বুঝি না,
পেটে ভাতে বাঁচতে চাই
এটাই কামনা।

