????️রিফাত আফছানা পাখি????️
বাইরে থেকে প্রাণোচ্ছল মানুষ গুলোর
ভেতর টা কেমন যেন,
দুমড়ে মুচড়ে যাওয়া হয়।
এতোটা কষ্ট সহ্য করে
কিভাবে এই মানুষ গুলো বাঁচে?
তাদের বাঁচার জন্য,
যদিও আলাদা কোন কোন সফ্টও্যার বা
ডিভাইস ইনপুট করা হয় না।
তবুও তারা বাঁচে,
এবং পুরো পৃথিবী কে এটা জানান দেয়
একদল মুষ্টি মেয় মানুষ চাইলেই
একটা আনকোরা মানুষ কে
বিলীন করতে পারে না।
ক্ষনিকের জন্য তারা ভাবে হয় তো
হৃদয় বিদারক কাজ টি করে
তারা জয়ী হয়েছে;
ভেতর থেকে মুচড়ে যাওয়া
মানুষ গুলোকে ঘায়েল করেছে,
লুটিয়ে দিতে পেরেছে মাটির সাথে।
কিন্তু না;
আনকোরা এই মানুষ গুলো
কিছুক্ষনের জন্য শক্তিহীন হয়ে পড়া মানে
এই নয় তারা পরাজিত।
তারা আবার ফিরে আসে বীর বেশে
বাহির টা সু-সজ্জিত করে।
যদিও ভেতরে থাকা দাগ গুলো থেকে যায়।
কিন্তু এই দাগ গুলোই যেন
বাচতে শেখায়,শিখতে শেখায়
এবং এটা বুঝিয়ে দেয় যে
চাইলেই আনকোরা এই মানুষ গুলোকে
দমিয়ে রাখা যায় না……
বুক ভরা ভালবাসা নিয়ে
তারা পুনঃরুৎজীবিত হয়
কালে কালে,বারে বার।
২২-২-২২,রাত ১২:৩৫ AM

