
মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি>>>
সখিপুর পাইলট স্কুলের সাবেক ব্যাস ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ ১৯জুন(বুধবার) সখিপুর সরকারী মুজিব কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।এ অনুষ্ঠানে পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কে.বি.এম খলিলুর রহমানের সভাপতিত্বে ও টাইগার নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সখিপুর-বাসাইলের মাননীয় এম.পি.অনুপম শাহজাহান জয়।উদ্বোধক হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন সখিপুর উপজেলা পরিষদের নব-নির্াচিত চেয়ারম্যান অধ্যক্ষ সাঈদ আজাদ।এ সময় উপস্থিত ছিলেন,আলহাজ মুহাম্মদ নওশাদ হাসান (আইয়ুব),সখিপুর বণিক সমিতির সাবেক সভাপতি তাহেরুল ইসলাম(ইয়ারুম)পাইলট স্কুলের সহকারী শিক্ষক মোঃ ফজলুল হক,২নং ওয়াড এর সাবেক কাইন্সলর মন্জুরুল হক মজনু, বিভিন্ন ব্যাচের ছাত্রবৃন্দ,এবং এলাকার ক্রীড়ামুদী দর্ক বৃন্দ।