মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী মহানগর,রংপুর
তারিখঃ০৭ জুন ২০২৩খ্রিঃ
প্রকৃতির এ-ই নিয়ম অনুসারে
জীবন যৌবন উপভোগ করতে
হেলায় খেলায় অবহেলায় চলছি
জগতের মায়ায় সুখ দুঃখের গল্পে।
এই জীবনের পথচলাতে স্মৃতি
বয়সের ভারে সবখানে শিখছি
অভিজ্ঞতায় দুলে দুলে ভাসছি
এতোটা সময়ের দিন যাচ্ছে কেটে।
হাজার রকম সত্য মিথ্যা ভুলে
আমি আছি তুমি আছো জুড়ে
ছুটে চলা অবিরত ব্যস্ত সময়ে
প্রযুক্তি ব্যবহার করে খোঁজ করি।
আমরা এভাবে আর কতোদিন চলবে
এ-ই ভুবনে থাকবো কে রবো চিরকাল
যে অবস্থায় থাকি না কেন রোজ রোজ
আজও বেঁচে আছি আগামীর স্বপ্ন দেখে।
কোন একদিন হয়তো পাবে না খুজে
প্রতিদিন নৃত্য অবুজ হৃদয় মরে- বাঁচে
প্রেম ভালোবাসা ছিলো মিছেমিছে
এসো মিলেমিশে সমতায় জীবন গড়ি।

