মো: কামরুজ্জামান
কি বলবো, কি আছে ভাই এই আমাতে!
বলতে গেলে অনেক কথা মনেতে আসে।
আমরা যারা বাঙালি ভাই থাকি এই বাংলাতে
তবুও তো ভাই মোদের রোহিঙ্গাই লাগে।
স্বাধীন হলো বাংলা মোদের বৈষম্যের জন্যে,
তবু কেন ঠাট বাজরা লুটে খাচ্ছে হন্নে??
কৃষক, শ্রমিক, মজুর যারা এই বাংলাতে
তারাও তো ভাই সন্তান নিয়ে বড় স্বপ্ন দেখে।
কি বলবো লজ্জার কথা বলার ভাষা নাই,
কৃষক-শ্রমিক, মজুরের, সন্তানের মেধার দাম নাই।
পাক শোষকের কোটা থেকে পেলাম স্বাধীন ভাই
এই বাংলার শোষকের হাত থেকে মোদের নিস্তার নাই।
সময় থাকতে রুখে দাঁড়াই ও মজলুম ভাই,
চুষে খাবে হাড়-হাড্ডি তোর বাঁচার উপায় নাই।
সমান অধিকার দাও মোদের, মেধায় বিচার কর
অযোগ্যদের ছাঁটাই করে দূর্নীতি বিদায় কর।

