কলমে :-নাজিম উদ্দিন।
তাং:-০৬/০৬/২০২৪ খ্রিষ্টাব্দ
পথে জন্ম পথে মৃত্যু
পথে ঘুরে খাই,
বাবা মা নাই বলে
জারজ বলে সবাই।
আমার কি দোষ বলো
আমি টোকাই কেন?
ইচ্ছে করে টোকাই হয়েছি
দোষী আমি যেন।
ভালোবাসা করে যারা
ফুর্তি করার জন্য,
ভালোবাসার ফসল আমি
হলাম আমি জঘন্য।
ফুর্তি শেষে তারা আছে
সমাজপতি হয়ে,
উঁচু তলায় বাস করে
আছে সম্মান নিয়ে।
সমাজের কিট আমি
সমাজপতি ভাবে,
রোজ হাশরে এর জবাব
তাদের দিতে হবে।
———————————-

