মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী
ইটের উপর ইট সাজাইয়া
করছো দালান বাড়ি,
টাকা পয়সা যে সব ই রবে
তুমি যাইবে ছাড়ি।
মাটির বিছানা মাটির ঘরে
থাকবে তুমি একা,
সব’ই ছাড়া’ই থাকবে তুমি
পাবে না কারো দেখা।
নাই জানালা নাই দরজা
নাই কোনো আলো,
আঁধার ঘরেই পইড়া রইবা
লাগবে না তো ভালো।
আমল তোমার ঠিক হলে
পাবে ভালো স্থান,
সারা জীবন সেথায় মানব
হবে ঠিক বাসস্থান।

