
আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>>> “আসুন সবাই মিলে পলিথিন বর্জন করি,পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখি”এ স্লোগানে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর গ্রাম সামাজিক শক্তি কমিটির মাধ্যমে কমিউনিটির পলিথিন ও প্লাস্টিক বর্জন অভিযান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।গত সোমবার(২৭মে)বিকেলে এ উপলক্ষে ব্র্যাক আলট্রা পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি)প্রোগ্রাম একটি র্যালীর আয়োজন করেন।র্যালীটি পানিয়াল পুকুর গ্রামের বিভিন্ন পাড়া-মহল্লার সড়ক প্রদক্ষিন শেষে ওই কমিউনিটির যত্রতত্র পড়ে থাকা পলিথিন ও প্লাস্টিক সামগ্রী সংগ্রহ করে গর্তে রাখেন।এসময় উপস্থিত ছিলেন,ওই কমিটির সভাপতি সুর্ব্রত চন্দ্র বিশ্বাস,ব্র্যাক ইউপিজি প্রোগ্রামের উপজেলা শাখা ব্যবস্থাপক সাজেদুর রহমানসহ অন্যান্য সদস্য,সমাজ সেবক এনামুল হক সোহেল,স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।