মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
মহানগর,রংপুর
তারিখঃ ২৫ মে ২০২৪ খ্রিঃ
তুমি বলেছিলে আসবে ফিরে
আমাকে হৃদয়ে ভালোবাসবে
গভীর রজনীর চাঁদ দেখাবে
কথা দিয়ে আসলে না তো নীড়ে।
তুমি বলেছিলে সমুদ্রের জলে
দুজনেই ভিজবো রঙের উল্লাসে
সে কথা কি আজও মনে পড়ে
কি কারণে তুমি আমায় গেলে ভুলে।
তুমি বলেছিলে ভ্রমণে যাবো দূরে
আমাকে গুন গুনিয়ে গান শোনাবে
সেই গানের লাইন গুলো স্মরণ করে
তুমি এসো যাবো না হয় গানের ভুবনে।
তুমি বলেছিলে কাপল ড্রেস নিবে
সেই ড্রেস অর্ডার করছো অনলাইনে
এক রঙে সাজবো বন্ধুত্বের বন্ধনে
তুমি কেন আমাকে স্বপ্ন দেখালে।

