মোঃ কামাল হোসেন
হালাল আয়ে বরকত বেশি
প্রশান্তিও তাই,
এই যে সুখ এই যে শান্তি
আরযে কোথায় পাই?
হারাম আয়ের মানব দেহ
কষ্ট পাবে রোগে,
শান্তি আছে ত্যাগে
সুখ নাই ভোগে।
সৎ পথে আয় করো
বাঁচো অল্প খেয়ে,
হায়াত শেষে মরতে পারবে
অনেক শান্তি পেয়ে।
সুস্থ থাকতে বন্ধ করো
অসৎ আয়ের কাজ,
নইলে খাবে এসব টাকা
ডাক্তার কবিরাজ।
সততাই শক্তি সততাই মুক্তি
সুস্ততাই শান্তি সুস্থতাই বল,
কম খাবো হলাল খাবো,
সৎ পথে থাকবো অবিচল।

