
আনোয়ার হোসেন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি>>> নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হলেন জাতীয় পার্টির সদস্য সচিব রশিদুল ইসলাম রশিদ।তিনি ঘোড়া প্রতীক নিয়ে ২৮ হাজার ৩৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম বারী পাইলট আনারস প্রতীকে ২৮ হাজার ২০১ ভোট পেয়েছেন।মঙ্গলবার রাত ১২টায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্ণিং কর্মকর্তা এমএম আশিক রেজা ফলাফল ঘোষণা করেন।এদিকে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মাহবুবর রহমান টিউবয়েল প্রতীকে ২১ হাজার ১২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোজাহিদ ইসলাম সুরুজ বই প্রতীক ১৭ হাজার ৮৯৩ ভোট পেয়েছেন।ভাইস চেয়ারম্যান (মহিলা) স্বপ্না খাতুন ফুটবল প্রতীকে ৩৬ হাজার ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোকসানা পরভীন হাঁস প্রতীক ২৭ হাজার ৬২৩ ভোট পেয়েছেন।