(মোহাম্মদ ঈমান উল্লাহ (ফটিকছড়ি, চট্টগ্রাম)>>> গতকাল ২১ মে (মঙ্গলবার) সদ্য সমাপ্ত হওয়া ফটিকছড়ি উপজেলা নির্বাচনে মোটর সাইকেল মার্কায় প্রতিদ্বন্দ্বীতা করেন ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরি।তার প্রাপ্ত ভোট (মোটরসাইকেল প্রতীক) ৫৯ হাজার ১৬৫, অন্যদিকে ইরান (আনারস প্রতীক) পেয়েছেন ৪১ হাজার ৭৬৭ ভোট।প্রায় ১৭ হাজার ৩৯৮ ভোট বেশি পেয়ে পরাজিত করেছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বখতিয়ার সাইদ ইরানকে।অন্য দিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. জসিম উদ্দিন (টিউবওয়েল প্রতীক) এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিন আক্তার নুপুর (ফুটবল প্রতীক)।ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা ফটিকছড়ি পৌরসভা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন টিউবওয়েল প্রতীকে ৩২ হাজার ৮৮৩ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছালামত উল্লাহ শাহিন পেয়েছেন ২৯ হাজার ৮৬৭ ভোট।জাহেদ উল্লাহ কোরাইশি তালা প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৩৭৯ ভোট। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মহিলা নেত্রী শারমিন আক্তার নুপুর ৫৪ হাজার ৮৫৮ ভোট পেয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেবুন নাহার মুক্তা বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান তিনি পেয়েছেন ৪১ হাজার ৭৫ ভোট।মোটর সাইকেল প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরি জয়ী হওয়ার পর বাংলাদেশ সংবাদ প্রতিদিন কে বলেন, ‘আলহামদুল্লিাহ,আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি।চেয়ারম্যান নয় সেবক হিসাবে কাজ করবো এটাই আমার অঙ্গীকার ছিল।ভোটারদের আমার মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করে চেয়ারম্যান পদ উপহার দিয়েছে সে জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ।আমি ভোটারদের সম্মান অক্ষুণ্ণ রাখবো।’নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘ সুষ্ট অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে তা প্রয়োগ করেছি।আশার চেয়েও দারুন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পেরেছি।সে জন্য সকল কে ধন্যবাদ।নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে,ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে দ্বিতীয় ধাপে।এই উপজেলার মোট ভোটার ৪ লাখ ৬৪ হাজার ৬০৭ জন।

