নিজস্ব প্রতিবেদক>>> বরিশাল জেলার মুলাদী উপজেলা পরিষদের নির্বাচন।এই নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু।তাকে জয়ী করতে মুলাদীর সাধারণ জনগনসহ ঢাকায় বসবাসকারী মুলাদীবাসী এবার জোট বেঁধেছে।ঢাকায় পর পর বেশ কয়েকটি মতবিনিময়ের মাধ্যমে ঢাকাস্থ মুলাদীবাসী আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করার পদক্ষেপ গ্রহন করেছেন।তারই ধারাবাহিকতায় সকলেই এখন এলাকায় অবস্থান করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া চাইছেন।প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আনারসের পক্ষে আলাদা নজরদারি রাখছেন।আত্বীয় স্বজন বন্ধু ও সহ- পাঠীদের আনারস প্রতীকে ভোট দেয়ার জন্য উৎসাহিত করছেন।সকাল থেকেই পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের কেন্দ্রে নিয়ে ভোট দেয়ার সুযোগ করে দেয়ার পরামর্শ দিচ্ছেন। ঢাকাস্থ মুলাদীবাসীর প্রতিজন সদস্য ভোট শেষ না হওয়া পর্যন্ত সজাগ থাকবে বলে জানিয়েছেন।তারা ভোটারদের বলেন, আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু একজন সদালাপী ও নিরহংকার মানুষ।তিনি কোন দুর্নীতির সাথে জড়িত নহে। একটি আধুনিক ও সৃজনশীল মুলাদী প্রতিষ্ঠানয় বিগত দিনের মত আগামী দিনেও জোড়ালো ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন।ঢাকাস্থ মুলাদীবাসীর প্রত্যাশা একটি নিরাপদ উপজেলা পরিষদ পরিচালনায় আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুকে আবারো চেয়ার নির্বাচিত করা আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি।

