এস এম জহিরুল ইসলাম>>> ২১ মে মুলাদী উপজেলা পরিষদের নির্বাচন।এ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী উপজেলা আঃ লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু।তাকে বিজয়ী করতে রাত দিন নিরলসভাবে প্রচার,প্রচারনা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মোঃ সোয়েব হাসান।সে গাছুয়া ইউনিয়নের কৃতি সন্তান ও ঢাকা ওয়াসায় কর্মরত।ঢাকাস্থ মুলাদীবাসীর পক্ষ থেকে তার এই প্রচারণা সকলের কাছেই প্রশংসার দাবীদার।মোঃ সোয়েব হাসান সেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত গাছুয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে আনারসের পক্ষে জনমত সৃষ্টি করে চলছেন।সে সকলের কাছে আহবান জানিয়েছেন ২১ মে সারাদিন আনারস প্রতীকে ভোট দিয়ে আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুকে জয়যুক্ত করুন। জনগনের সামনে সোয়েব হাসান বলেন, মিঠু খান একজন জনপ্রিয় মানুষ।সে সব সময় মানুষের সেবায় নিয়োজিত থাকে।পুনরায় তাকে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত করলে মুলাদী হবে বাংলাদেশের মধ্যে একটি উন্নত উপজেলা।

