
আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>>> নীলফামারীর কিশোরগঞ্জে বসত ভিটার কলারপীর কাটাকে কেন্দ্র করে ছোট্ট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই সফিকুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তিনি গাড়াগ্রাম ইউপির গাড়াগ্রাম ধরেয়ার বাজার সংলগ্ন ডাঙ্গাপাড়া গ্রামের মৃত সাবুদ্দির ছেলে।নিহতের স্ত্রী মহসেনা ও ছেলে আরিফ আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় জিজ্ঞসাবাদের জন্য পুলিশ ৩জনকে আটক করেছেন।আটকরা হলেন,অভিযুক্ত ছোট্ট ভাই দুলু মিয়ার স্ত্রী অলিফা,মেয়ে হেলালী,জামতা মাসুম।স্থানীয়রা জানান,শুক্রবার দুপুরে বসত ভিটার কলারপীর কাটে দুলু।বড় ভাই সফিকুল তার ভাগ চায়।এতে দুই পক্ষের সংঘর্ষের সৃষ্টি হয়।এসময় ছোট্ট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই আহত হয়।পরে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।