কলমে রিফাত আফছানা পাখি >>>
সে দিন তোমার হঠাৎ প্রস্হান
তল্পিতল্পা গুছিয়ে তুমি তৈরী
যাবে শুনে বলেই ফেললাম,
আজ না গেলেই কি নয়?
তুমি বললে,না গেলে ফেরা যায় না যে….!
তখনও কিছু হয়নি বলা
অনেক কথা বলার বাকি
তুমি বললে আছি কিছুক্ষণ
চাইলে কথা হতেই পারে,আসবে?
এসো তবে ধীরে সুস্হে
তারপর বলো কি খবর,আছো কেমন?
এখানেই বসবে,নাকি অন্য কোথাও..?
হাতে সময় বড্ড কম
একটু হেসে আমি বললাম
চলো তবে,অল্প এই সময় টাকে
গুনে গুনেই না হয়
অল্প সময়ের গল্প বলি…..
চলছে সময়,চলছি মোরা
তুমি খুঁড়িয়ে হাটছো,করছো কথা উপভোগ
আর আমি তোমার পায়ের ক্ষততে আটকে গেছি
কষ্ট হচ্ছে না তো..?
তুমি বললে আরে না
এ আর এমন কি….!
বললে না,,, কি ভাবছো,,,
কি করতে চাও…?
যাবে,অন্য দেশে
গিয়ে না হয়, ফিরলে আবার
কি বলো…?
কথা শুনে মৃদু হেসে
আদি অন্তের, অমিলনে
আকাশ পানে চেয়ে থেকে,আমি বললাম,
চলো হাটি তবে
সময় আমায় ভিক্ষারী করে
ডাকছে তোমায়
৪৮ মিনিট এর যাত্রা পথ
আমার চা আর তোমার সিগারেটের আপ্পায়নে
ঘটলো বিরতি
আবার ফেরার আকুতি
আবারও না দেখবার ভয়
তবুও অনেক কিছু রইলো জমা
তোমার আমার এই ৪৮ মিনিটে…

