কলমে:-নাজিম উদ্দিন।
***********************
ব্যথার ডালি মাথায় নিয়ে
ঘুরছি দ্বারে দ্বারে,
ব্যথাগুলো কারে দেব
খুঁজছি আমি তারে।
গ্রাম থেকে সদ্য আনা
একদম তাজা ব্যথা,
যাচাই করে দেখো তুমি
আমার বলা কথা।
শহরের লোক গুলো
শুখের ভেলায় ভাসছে,
শুখ খুঁজতে গ্রাম থেকে
ব্যাথা নিয়ে আসছে।
অবশেষে কেউ হলো
রিক্সা ড্রাইভার,
কেউ হলো ক্ষুধার জ্বালায়
বাস কনডাক্টর।
কেউ হলো কাজের বুয়া
ইজ্জত গেল খোয়া,
শহরের লোক খুব ভালো
যেন দুধে ধোঁয়া।
ব্যথা তাদের আরো বাড়ে
তারা জনম দুঃখী,
এই জনমে তারা কভু
হবে না আর সুখী।
————————————

