কলমে:- নাজিম উদ্দিন।
তাং:-১৬/০৪/২০২৪ ইং
**********************
তিন চাকা চলে যদি
ঘরে আসে টাকা,
ঝর বৃষ্টি হয় যদি
থেমে যায় চাকা।
আমি এক শহরের
গরীব রিক্সাওয়ালা,
চাকা যদি নাই চলে
পেটে বারে জ্বালা।
সংসারে কারো মুখে
যায়না অন্ন,
কেউ যদি দয়া করে
হয়ে যাই ধন্য।
সমাজের যত লোক
বিত্তবান আছে,
সাহায্য করো ওদের
মিনতি সবার কাছে।
——————————

