
আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামে শিকলবাহা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে স্তূপ করে রাখার অপরাধে ৩ প্রতিষ্ঠান কে ৩ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায়,১ লক্ষ ৩০ হাজার ঘনফুট বালি ও দুটি এস্কেভেটর সহ জব্দ করা হয়। গতক রবিবার (১১ মে ২০২৪) দুপুর ১টার সময় উপজেলার শিকলবাহা ভেল্লাপাড়া ক্রসিং এলাকায় এই অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সিএমপি কর্ণফুলী থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরাও।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী জানান,বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লংঘন করে অবৈধভাবে বালি উত্তোলন করে বিক্রির উদ্দেশ্যে খাল পাড়ের জমিতে স্তূপ করে রাখার অপরাধে তিন ব্যক্তি কে তিন লাখ টাকা অর্থদণ্ড প্রধান করে দুই এস্কেভেটর ও বালি জব্দ করা হয়। ম্যাজিস্ট্রেট আরও বলেন, পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা অবৈধভাবে বালু উত্তোলনকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সব সময় সতর্ক দৃষ্টি রাখছে কর্ণফুলী উপজেলা প্রশাসন।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভেল্লাপাড়া ব্রিজের নিচে অবৈধভাবে বালু উত্তোলন করে স্তূপ করে রাখার অপরাধে এলবি এন্টারপ্রাইজের প্রোপাইটার প্রজ্ঞা জ্যোতি বড়ুয়া, ফতেহ আলী শাহ এন্টারপ্রাইজ মালিক নুরুল ইসলাম ও সরওয়ার কর্পোরেশন এর মালিক আবু সাদাত সায়েমসহ তিন প্রতিষ্ঠানের মালিক কে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়। একই সময়ে ১ লাখ ৩০ হাজার ঘনফুট বালি ও দুটি এস্কেভেটর জব্দ করা হয়েছে।