কলমে:-নাজিম উদ্দিন।
তাং:-০৯/০৪/২০২৪খ্রিষ্টাব্দ।
*************************
বৈশাখের চর খেয়ে
গাছ পড়ে গেছে,
চালগুলো উড়ে গেল
ঘরে বৃষ্টি নাচে।
ধান গাছ শুয়ে গেছে
ধানের ক্ষেতে,
চাষীদের মাথায় হাত
মরবে তারা ভাতে।
দিনমজুর ঘরে বসে
চিন্তায় আছে,
চাল ডাল ঘরে নেই
টাকা নেই কাছে।
বৈশাখে ঝড় হবে
এটা স্বাভাবিক,
বাড়তি খাবার ঘরে রেখো
প্রয়োজনের অধিক।
————————————-

