
আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি>>> নীলফামারীর কিশোরগঞ্জে নিজ শয়ন ঘরের আঁড়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে জান্নাতি আক্তার(১৮)নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।মঙ্গলবার(৭মে)সকালে উপজেলার বাহাগিলী ইউপির নয়ানখাল বৈদ্যপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।তিনি ওই গ্রামের জামেনুর রহমানের মেয়ে ও বাহাগিলী আদর্শ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।নিহতের স্বজনরা জানায়,প্রতিদিনের ন্যায় জান্নাতি রাতের খাবার খেয়ে ছোট ভাই-বোনকে নিয়ে ঘুমিয়ে পড়েন।তার বাবা-মা অন্য শয়ন ঘরে ঘুমান।এসময় রাতের যে কোন সময় সে গলায় ফাঁস দেন।সকালে তার ছোট-ভাই-বোনেরা ঘুম থেকে উঠে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পায়।মৃত্যুর কারণ জানতে চাইলে এ বিষয়ে স্বজনরা কিছুই জানেননা বলে জানান।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহাগিলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুজাউদৌল্লা লিপটন বলেন,কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের প্রস্তুতি চলছে।