
মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাংগাইল) প্রতিনিধি>>> টাঙ্গাইলের সখিপুরে পৌরসভার ২ নং ওয়ার্ড গোহাইলবাড়ী পাড়ায় ভাতিজার রোপিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে চাচাদের বিরুদ্ধে।এমন ঘটনাটি ঘটেছে গত ৪ মে (শনিবার) বেলা আনুমানিক ১টার দিকে সখিপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের ব্যবসায়ী নুরুল ইসলামের অভিযুক্ত দুই চাচা উপজেলার গোহাবাড়ী এলাকার মৃত আলহাজ্ব চান মাহমুদের ছেলে হাফেজ মোহাম্মদ আইয়ুুব আলী এবং আবু তাহের বুলবুল মিয়া।ঘটনার বিবরণে জানা যায়,পারিবারিকভাবে চাচা ভাতিজার মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলছিল। প্রায় ৩৫/৪০টি চারা গাছ কর্তন করেছে।সরে জমিনে গিয়ে দেখা যায়,নরুল ইসলামের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার যতœ নেওয়া সন্তানের মতো গাছ কেটে ফেলেছে।এ ব্যাপারে ভুক্তভোগী নুরুল ইসলাম বলেন তারা সব সময় আমাদের ঠকিয়েছে।জমিজমার ভাগ সঠিকভাবে না দিয়ে জোর জবর দখল করে বেশি জায়গা দখলে নিয়েছে।আমার চাচারা নানান সময় হুমকি-ধামকি দেয়।আমার বাবাকে তিনবার মেরেছে, তাদের ভয়ে আমাদের সব সময় থাকতে হয়।আমি আমার জায়গায় গাছ রোপণ করেছি,তারা এসে কেটে ফেলেছে।আমি এর বিচার চাই।জমির কাগজ পত্র আমাদের নামে।চাচা আইয়ুব আলী বলেন- যে জায়গায় কাজ রোপন করেছে সে জায়গা আমার ভাগের,তাই আমি চারা গাছ কেটে ফেলেছি।এ বিষয়ে সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান বলেন- নুরুল ইসলাম এর অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।