
কলমে মুন্নি আক্তার >>>
দখিনা বাতাস দিল মোর
দরজায় কড়া নাড়া ,
তবুও আমি তখনও অবুঝ
খুলে দিয়েছি দরজা,
দরজা খোলা ঠিক হয়নি
বাতাসের সাথে ছিল অনেক রাগ, অভিমান!
সবই করল মোরে ব্যাকুল
তোরই হাতের পুতুল ছিলাম
আজ পুতুল ভেঙ্গে গেছে
তাইতো তোর হাতে অন্য পুতুল,
আমি আছি আমাতে
অন্য কারো নয়,
আমাকে ভাঙতে পারবে না কেউ
যদি না আমি ভাঙ্গি ,
যেথা যাই সুখ নাহি পাই
সুখেরই সন্ধানে তাইতো আমি
বারংবার ছুটে চলে যাই।
দখিনা বাতাসে মাঝে মাঝে সব হয়ে যায় এলোমেলো,
চেয়েছিলাম এক মুঠো রোদ্দুর
পেয়ে গেলাম বিষাদে ভরা হৃদয়।
দক্ষিণা বাতাসে উড়ে এলো এক সাজানো বাগান,
ফুলের মাঝে বসিয়া তাইতো
মন হয় উতালা।
১৬-৩-২০২৪, সিলেট সদর