
আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>>> নীলফামারীর কিশোরগঞ্জে শিশুদের জন্য বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদে জবাবদিহিতা নিশ্চিত করার পদ্ধতি বিষয়ক আলোচনা সভা করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে নিতাই ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা করা হয়।এসময় উপস্থিত ছিলেন,নিতাই ইউপি চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবুসহ সকল মেম্বার,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,৫ টি গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক,শিশু ও যুব ফোরাম সদস্য প্রমুখ।সভাটি সার্বিক তত্ত্বাবধান করেন,এপির প্রোগ্রাম অফিসার জন কেনেডি ক্রশ।এসময় শিশুদের জন্য বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদে জবাবদিহিতা নিশ্চিত করার নানা পদ্ধতি তুলে ধরে আলোকপাত করা হয়।