
মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি>>>
টাঙ্গাইল সখিপুরের কাকড়াজন ইউনিয়নের গেইট খ্যাত মহানন্দপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির অভিসেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।নতুন কমিটির শফত ও পুরাতন কমিটির বিদায় উপলক্ষে আজ ১৬এপ্রিল (মঙ্গলবার) বিকেলে মহানন্দপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে।এতে বণিকের সভাপতি হাজী মোঃ ওসমান গণির সভাপতিত্বে ও রাকিবুল হাসান ইমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান জলিল মাস্টার,মোঃ হাফিজ উদ্দিন মেম্বার, উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আবুল কালাম মাস্টার,সাবেক সেক্রেটারী মোঃ মনজুরুল বারী মজনু,মোঃ জয়নাল আবেদীন মেম্বার, মোঃ মনিরুজ্জামান মনির,খাইরুল ইসলাম,জাহিদুল হক লেবু প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা, বিভিন্ন স্তরের সদস্যবুন্দ।সর্বশেষে শফত বাক্য পাঠ করান উপজেলা সহারী সমবায় অফিসার মোঃ বাহারুল ইসলাম।