
আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম সাতকানিয়া ৬ নং এওচিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করতে যাচ্ছে পহেলা বৈশাখ,তারই ধারাবাহিকতায়( ১৩ এপ্রিল ২০২৪) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউপি চেয়ারম্যান আবু ছালেহ জানান,পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী মেলা,আবহমান বাঙালী সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা, জাদু প্রদর্শন, বিভিন্ন বাঙালিয়ানা খাবারের প্রদর্শনী।
পহেলা বৈশাখ,রবিবার সারাদিনব্যাপী।
এওচিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হবে ৷
শুভ নববর্ষ -১৪৩১ বঙ্গাব্দ, পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক মিলন-উৎসবের দিন,বাঙালির জাতীয় জীবনে পরম আনন্দের দিনে সাতকানিয়া সহ দেশের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সাতকানিয়া এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাতকানিয়া চেয়ারম্যান সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আবু ছালেহ তিনি বলেন আমাদের বর্ণাঢ্য সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বকীয়তা আজ আন্তর্জাতিক অঙ্গনেও বিশেষভাবে স্বীকৃত।পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ২০১৬ সালে জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে, যা বাঙালি হিসেবে বিশ্বের বুকে আমাদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত রুপকল্প-২০৪১ অনুযায়ী বাংলাদেশ হবে একটি উন্নত ও সুখী -সমৃদ্ধ দেশ।এই রুপকল্প আজ আপাময় দেশবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিনত হয়েছে।অতীতের সব গ্লানি ও বিভেদ ভুলে বাংলা নববর্ষ জাতীয় জীবনের সর্বক্ষেত্রে ঐক্য আরো সুদৃঢ় করুক এবং সাম্প্রদায়িকতা,ধর্মান্ধতা ও দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শক্তি ও সাহস জোগাক এ’শুভ কামনায় বাংলা শুভ নববর্ষ -১৪৩১ উক্ত নববর্ষের বৈশাখী আয়োজনে আমার ইউনিয়ন পরিষদের সকল জনসাধারণকে আমন্ত্রণ জানাচ্ছি ৷সেই সাথে
প্রতিটি বাঙালির জাতীয় ও ব্যক্তিজীবনে অনাবিল সুখ -শান্তি- সমৃদ্ধি বয়ে আনুক এ’ প্রত্যাশা রেখে আবারোও সবাইকে পবিত্র মাহে রমজান ও শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।