আব্দুল্লাহ জামালপুর সদর প্রতিনিধি>>> নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতির মধ্যে জামালপুরে সাবেক ভিপি মোঃ আলমগীর খান এর ছেলে সাদিকুর রহমান খান সাকিফ এর ব্যক্তিগত উদ্যোগে ঈদসামগ্রী উপহার পেয়ে খুশি হতদরিদ্ররা।শহরের তমালতলা রহমান প্লাজা মিলনায়তনে হত দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়।ঈদ উপহার সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ ফাতেমা খানম।প্রতি প্যাকেট ঈদসামগ্রীর মধ্যে রয়েছে ১ কেজি গরুর গোশত,লাচ্ছা সেমাই, তেল,গুড়া দুধ,চিনি,পোলাও চাল, পেঁয়াজ, নুডুলস,সাবান সহ নিত্যপণ্য দ্রব্য।ঈদের আগ মুহূর্তে ঈদসামগ্রী উপহার পেয়ে খুশি হতদরিদ্ররা।ঈদ উপহার পেয়ে জয়ফুলনেছা বলেন,বয়স হয়ে গেছে।ঠিকমতো চলতে পারি না।টাকা না থাকায় রোজায় সাহরি-ইফতারও ভালোভাবে করতে পারিনি।ঈদ উপহার পেয়ে খুব উপকার হলো।রহিমা বেগম নামে এক নারী বলেন,বাজারের যে অবস্থা ঠিকমতো খাইতেই পারি না।এরপরে ঈদ উপলক্ষে ভালো খাবারের প্রশ্নই আসে না।ঈদের যে উপহার পেলাম,তা দিয়ে পরিবারের সবাইকে নিয়ে ঈদের দিন একটু ভালো খেতে পারব।যারা দিয়েছে তাদের জন্য দোয়া করি।সাদিকুর রহমান খান সাকিফ বলেন,দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির সময় মানুষ খুব কষ্টে আছে।এটা ভেবে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় হতদরিদ্রদের জন্য কিছু করার পরিকল্পনা করি।পরিকল্পনা থেকেই নিজস্ব অর্থায়নে হত দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছি।সবাই খুব খুশি হয়েছে।

