
কলমেঃ মোঃ সুজা মিয়া। কিশোরগঞ্জ, নীলফামারী
বলছিনা ভালোবাসতেই হবে
আমার ভালোলাগা টুকু থাক,
হৃদয়ের মাঝেই বসত করো
অনুভূতি গুলো শান্তি পাক।
বলছিনা কাছে আসতেই হবে
দুরেই তুমিতো আছো ভালো,
হৃদয়ের মাঝে খুব যত্ন করে
জ্বালিয়ে রেখো মনের আলো।
বলছিনা দুটিহাত ধরতেই হবে
অধরাই আবেশে তুমি থাকো,
ভালো লাগার আবেশে জড়িয়ে
তোমার মনেতে আমায় রাখো।
বলছিনা সেই কথা বলতেই হবে
প্রত্যেকদিন,সকাল,দুপুর,সাঁঝে,
মনের যত অব্যক্ত কথা তোমার
বলব কোন মধুর চাঁদনী রাতে।
জানি তুমি সব কথা শুনে হেসে
আমায় মনে মনে ভালোবেসে,
আমার স্বপ্নে এসে ভালোবেসে
জীবনটাকে দেবে তুমি রাঙিয়ে।