চট্টগ্রাম দক্ষিণ সংবাদদাতা>>> চট্টগ্রাম সাতকানিয়া দুই যুবককে মাদকাসক্ত অবস্থায়,বাংলামদ সহ গ্রেফতার করে সাতকানিয়া থানায় শূপর্দ করেছে ,সাতকানিয়া ভ্রাম্যমান আদালত ৷রবিবার (১০ মার্চ) সকালে জেলার সাতকানিয়া উপজেলা ধর্মপুর ইউনিয়নে অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদে তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন সাতকানিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,আরাফাত সিদ্দিকী।ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন,সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ ৷আটককৃতরা হলেন,নয়ন ধর,চট্টগ্রাম বোয়ালখালি পৌরসভা গোমদন্ডি এলাকার-শম্ভু ধর এর ছেলে৷রুবেল দাশ (২৮), একেই জেলার আনোয়ারা উপজেলা জয় কালিরহাট ইউনিয়ন শংকর বাবু বাড়ির – মৃত সমীর দাশের ছেলে ৷সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি )আরফাত সিদ্দিকী জানান৷১০ মার্চ ২০২৪ তারিখ সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়ন এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।এসময় নয়ন ধর, এবং রুবেল দাশ (২৮), নামের দুই যুবককে মাদকাসক্ত অবস্থায় আটক করা হয়। আটককৃতদের তল্লাশি করে তাদের কাছ থেকে আনুমানিক ০৭ লিটার বাংলা মদ (এলকোহল) উদ্ধার করা হয়। আটককৃতরা স্বেচ্ছায় দোষ স্বীকার করলে আসামিদ্বয়কে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় প্রত্যেককে ০৬ মাস বিনাশ্রম কারাদন্ড ও মোট ৪০০ টাকা জরিমানা করা হয়।আসামিদের কাছ থেকে জরিমানা আদায় করে কারাগারে প্রেরণের নিমিত্ত জেল পরোয়ানামূলে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জনসমক্ষে ধ্বংস করা হয়েছে।জনস্বার্থে উপজেলা প্রশাসন,সাতকানিয়া,চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

