নিজস্ব প্রতিবেদক,রাজশাহী>>> আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে সানাবিল ফাউনডেশনের অর্থায়নে ও সচ্ছলতা এসোসিয়েশনের ব্যবস্থাপনায় অসহায় মানুষদের মাঝে চাল-ডালসহ রমজানে প্রয়োজনীয় নিত্যপণ্য বিতরন করা হয়েছে ।রোববার (১০ মার্চ) সকাল ১০টার দিকে নগরীর ঢালুর মোড়ে অবস্থিত এক কনভেনশন সেন্টারে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এসময় সচ্ছলতা এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিবের সভাপতিত্বেে এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জান্নাতুল মাওয়া সিফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুস সালাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড.এইচ এম মাহীদুল ইসলাম,সচ্ছলতা এসোসিয়েশনের উপদেষ্টা এ্যাডভোকেট রত্নলেখা নাসরীন,সচ্ছলতা এসোসিয়েশনের সভাপতি ইহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক সালমান ফার্শী সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে সচ্ছলতা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালমান ফার্সী বলেন,গরিব-দু:খীদের পাশে সানাবিল ফাউনডেশন সবসময় ছিল এবং আগামীতেও থাকবে।আশা করি সামনের দিনে সানাবিল ফাউনডেশনের অর্থায়নে ও সচ্ছলতা এসোসিয়েশনের উদ্যোগে বরেন্দ্র অঞ্চলের মানুষদের কষ্ট লাঘব হবে।

