
মিজানুর স্টাফ রিপোর্টার>>> কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ জে,ডি একাডেমি মাঠে জম কালো আয়োজনে ধরলা ইলেকট্রনিক এর ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।আয়োজনে ভিতরবন্দ প্রভাতী ক্রীড়া সংঘ ও ধরলা ইলেকট্রনিক নিবেদিত। তাদের এই আয়োজন,জুয়া খেলা বন্ধ করি ফুটবল খেলা চালু করি মাদককে না বলি সুস্থ সুন্দর জীবন গড়ি।ধরলা ইলেকট্রনিক,ঘোষপাড়া কুড়িগ্রাম।তাদের এই উদ্যাগে এতো বড় আয়োজন।ধরলা ইলেকট্রনিক এ ২০% কমিশনে ইলেকট্রনিক পণ্য পাবেন তাই দেরি না করে চলে আসুন ঘোষপাড়া কুড়িগ্রাম।যে দুটি দল মুখোমুখি।ভিতরবন্দ প্রভাতি ক্রীড়া সংঘ বনাম ঠাকুরগাঁও জেলা ফুটবল দল,উক্ত খেলায় ( ৪-১ )গোলে ঠাকুরগাঁও জেলা ফুটবল দলকে পরাজিত করে ভিতরবন্দ প্রতিভা ক্রীড়া সংঘ দল বিজয় লাভ করে।খেলা শেষে পুরস্কার বিতরন করেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোহাম্মাদ মাহফুজুল ইসলাম,উক্ত খেলায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ও জনাব মোঃজাহিদ আনোয়ার,এস,পি ঢাকা জেলা আমন্ত্রিত অতিথি, জনাব মোস্তফা জামান,চেয়ারম্যান উপজেলা পরিষদ, নাগেশ্বরী,কুড়িগ্রাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।জনাব আলহাজ্ব শফিউল আলম শফি,চেয়ারম্যান, ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ।জনাব আলহাজ্ব আমিনুল হক খন্দকার( বাচ্চু)সাবেক চেয়ারম্যান, ভিতরবন্দ ইউপি।জনাব আলহাজ্ব সাইদুল ইসলাম,চেয়ারম্যান ভোগডাঈা ইউনিয়ন পরিষদ এবং উক্ত খেলায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।জনাব মোঃআনিছুর রহমান আনিস।সভাপতি,ভিতরবন্দ প্রভাতি ক্রীড়া সংঘ।